॥এম.এইচ আক্কাছ॥ রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানার পুলিশ দৌলতদিয়া ঘাট থেকে ৬ মাসের শিশু সন্তানসহ নাছরিন আক্তার (১৯) নামে মানসিক সমস্যাগ্রস্ত এক নারীকে উদ্ধার করে তার স্বামীর হাতে তুলে দিয়েছে।
উদ্ধার হওয়া নারীর স্বামী জিয়ারুল ইসলাম জানান, তাদের বাড়ী কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার ছেউরিয়া মন্ডলপাড়া গ্রামে। তিনি ঢাকা সাভারে রং মিস্ত্রীর কাজ করনে। তার স্ত্রী নাছরিন আক্তার গ্রামের বাড়ীতে থাকে। সে কিছুটা মানসিক সমস্যাগ্রস্ত। গত রবিবার (২৯শে অক্টোবর) সে শিশু সন্তানকে নিয়ে বাড়ী থেকে বের হয়ে যায়। এরপর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। এ অবস্থায় মঙ্গলবার (গতকাল ১লা অক্টোবর) সকালে গোয়ালন্দ ঘাট থানা থেকে তাকে ফোন করে তার স্ত্রী-সন্তানের কথা জানানো হয়।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম জানান, সোমবার রাতে ওই নারী শিশু সন্তানসহ দৌলতদিয়া ঘাট এলাকায় সন্দেহজনকভাবে ঘুরাঘুরি করছিল। এ অবস্থায় তার সাথে কথা বলে মানসিক সমস্যার কথা বুঝতে পেরে থানায় এনে রেখে পরিবারের সদস্যদের খোঁজ বের করে স্বামীকে খবর দিয়ে এনে তার হাতে তাকে তুলে দেয়া হয়।