॥মনির হোসেন॥ রাজবাড়ী কালুখালী থানা পুলিশের আয়োজনে গতকাল ১লা অক্টোবর থানা প্রাঙ্গণে আসন্ন দুর্গা পূজার নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ীর সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) মোঃ লাবীব আব্দুল্লাহ। কালুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল হাসানের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে কালুখালী থানার পরিদর্শক (তদন্ত) সহিদুল ইসলাম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রণজয় বসু এবং সাধারণ সম্পাদক মানিক দাসসহ বিভিন্ন দুর্গা পূজা কমিটির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সভা সঞ্চালনা করেন কালুখালী থানার এসআই সরল মুর্মু। সভায় হিন্দু সংগঠন ও পূজা কমিটির নেতৃবৃন্দ তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে সেগুলো সমাধানের সহায়তা চান।
প্রধান অতিথির বক্তব্যে সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) মোঃ লাবীব আব্দুল্লাহ বলেন, শারদীয় দুর্গোৎসবের সার্বিক নিরাপত্তায় পুলিশ তৎপর থাকবে। আনসার সদস্যদের পাশাপাশি গুরুত্বপূর্ণ পূজা মন্ডপগুলোতে পুলিশ মোতায়েনসহ সার্বক্ষণিক পুলিশী টহল থাকবে। এর পাশাপাশি তিনি পূজা মন্ডপগুলোতে নিজস্ব স্বেচ্ছাসেবক দ্বারা নিরাপত্তা ব্যবস্থা রাখার আহ্বান জানান।
উল্লেখ্য, এ বছর কালুখালী উপজেলায় মোট ৫৭টি মন্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে।