বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ১২:০১ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

পাংশায় হুমকির মুখে কশবামাজাইল ইউপির কলাবাড়ীয়ার ঠুটা রাস্তা

  • আপডেট সময় বুধবার, ২ অক্টোবর, ২০১৯

॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় পদ্মা ও গড়াই নদীতে আকস্মিকভাবে পানি বৃদ্ধি পাচ্ছে। উপজেলার হাবাসপুর ইউপির বন্যাকবলিত চর আফড়া, পূর্ব চর আফড়া ও শাহমীরপুরসহ পার্শ্ববর্তী এলাকার ৫ শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।
এছাড়া গড়াই নদীতে পানি বৃদ্ধির ফলে গড়াই তীরবর্তী কশবামাজাইল ইউপির কলাবাড়ীয়া ঠুটা নামক মাটির রাস্তাটি হুমকীর মুখে পড়েছে। সেখানকার রাস্তার কয়েকটি স্থানে ভাঙনরোধে মাটিভর্তি চটেরবস্তা ফেলে রাস্তা উঁচু করেছে গ্রামবাসী লোকজন। ওই রাস্তার প্রায় আড়াইশত ফুট ভাঙনের আশংকা করছেন স্থানীয়রা। পানির তোরে রাস্তাটি ভেঙে গেলে বিস্তীর্ণ এলাকার ধানের ফসল তলিয়ে যাবে। ব্যাপক ক্ষতির শিকার হবেন এলাকার কৃষক। একারণে সেখানে জরুরীভাবে জিও ব্যাগ ফেলানোর দাবী উঠেছে।
জানা যায়, গতকাল মঙ্গলবার ১লা অক্টোবর সকালে পাংশার এসিল্যান্ড ও ভারপ্রাপ্ত ইউএনও সাদীয়া শাহনাজ খানম এবং পানি উন্নয়ন বোর্ডের এসডি এস.এম নুরুন্নবী সরেজমিন কশবামাজাইল ইউপির নাদুরিয়া ও কলাবাড়ীয়া ঠুটা রাস্তা পরিদর্শন ও পর্যবেক্ষণ করেন। এ সময় কশবামাজাইল ইউপির চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান খান, পাংশা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আলমগীর আকন ও পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী আরিফুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।
পাংশার এসিল্যান্ড ও ভারপ্রাপ্ত ইউএনও সাদীয়া শাহনাজ খানম জানান, সরেজমিন গড়াই তীরবর্তী ওই এলাকা পরিদর্শন ও পর্যবেক্ষণ করা হয়েছে। রাস্তাটির ভাঙনরোধে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ জরুরীভাবে ব্যবস্থা গ্রহণ করবেন।
পানি উন্নয়ন বোর্ডের এসডি এস.এম নুরুন্নবী জানান, আকস্মিকভাবে পানি বৃদ্ধির ফলে কশবামাজাইল ইউপির কলাবাড়ীয়ার ঠুটা মাটির রাস্তার কিছু অংশ ভাঙনের আশঙ্কা দেখা দিয়েছে। ভাঙন রোধে জরুরীভাবে প্রকল্প গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
কশবামাজাইল ইউপির চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান খান জানান, কলাবাড়ীয়ার ঠুটা নামক মাটির রাস্তার কিছু অংশে স্থানীয়রা মাটি ভর্তি চটের বস্তা ফেলেছে। প্রায় আড়াইশ ফুট রাস্তার অবস্থা খুবই খারাপ। সেখানে ভাঙনের আশঙ্কা করা হচ্ছে। জরুরীভাবে জিও ব্যাগ ফেলানো দরকার। বন্যার পানিতে রাস্তাটি ভেঙে গেলে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে ধানের ফসল তলিয়ে যাবে। রাস্তাটির ভাঙনরোধে জরুরীভাবে জিও ব্যাগ ফেলানোর দাবী জানান তিনি।
এদিকে, পদ্মা নদীতে আকস্মিকভাবে পানি বৃদ্ধির ফলে হাবাসপুর ইউপির চর আফড়া, পূর্ব চর আফড়া ও শাহমীরপুরসহ আশপাশের প্রায় পাঁচ শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছেন বলে জানান পাংশা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আলমগীর আকন। গত সোমবার পিআইও মোঃ আলমগীর আকন ও হাবাসপুর ইউপির চেয়ারম্যান মোঃ আব্দুল আলীম মন্ডল ইঞ্জিনচালিত নৌকাযোগে সরেজমিন বন্যাকবলিত এলাকা পরিদর্শন ও পর্যবেক্ষণ করেন।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!