॥ইউসুফ মিয়া/দেবাশীষ বিশ্বাস॥ রাজবাড়ী থানা পুলিশের আয়োজনে গতকাল ৩০শে সেপ্টেম্বর বিকালে পুলিশ লাইন্সের ড্রিলশেডে দুর্গা পূজার সার্বিক আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ রেজাউল করিম। রাজবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার মজুমদারের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা কুমকুম কুমার রায়, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুণ কুমার রায়, সাধারণ সম্পাদক ডাঃ সমীর কুমার দাস, হরিতলা মন্দির কমিটির সভাপতি গণেশ মিত্র এবং বিভিন্ন দুর্গা পূজা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকগণ বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ রেজাউল করিম বলেন, রাজবাড়ীর বিভিন্ন মন্ডপে এবার যারা পূজা করছেন তাদের মধ্যে অনেক অভিজ্ঞ মানুষ আছেন। রাজবাড়ীর প্রতিটি উপজেলার মানুষ সত্যিকার অর্থেই অসাম্প্রদায়িক। এর মাঝেও যদি কোন অপ্রীতিকর ঘটনা ঘটে থাকে তাহলে দ্রুততম সময়ের মধ্যে তা পুলিশকে অবহিত করতে হবে। শারদীয় দুর্গোৎসব যুগ যুগ ধরে চলে আসছে। এই পূজা একটি সর্বজনীন উৎসব। শুধু সনাতন ধর্মাবলম্বীরাই নয়, সকল ধর্মের মানুষই এটাকে উৎসব মনে করেন। পূজার সময় রাজবাড়ী সদর উপজেলার বিভিন্ন স্থানে মোটর সাইকেলের চেকপোস্ট বসানো হবে। যদি কারো মোটর সাইকেলের কাগজপত্র না থাকে, ড্রাইভিং লাইসেন্স না থাকে তাহলে সেই মোটর সাইকেলগুলো আটক করে থানায় রাখা হবে। রাজবাড়ীর বিভিন্ন পূজা মন্ডপে আগামীকাল থেকেই পুলিশী টহল জোরদার করা হবে। যে কোন অপ্রীতিকর ঘটনা পুলিশ শক্ত হাতে প্রতিহত করবে।
উল্লেখ্য, এ বছর রাজবাড়ী সদর উপজেলার ১টি পৌরসভা ও ১৪টি ইউনিয়নের ৯৯টি মন্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে। আর সারা জেলায় প্রায় সোয়া ৪শ’ মন্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হবে।