রবিবার, ১৭ নভেম্বর ২০২৪, ০৩:৩৪ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

কালুখালীর ৫৭টি মন্ডপে দুর্গা পূজার শেষ মুহূর্তের প্রস্তুতি

  • আপডেট সময় সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৯

॥রাকিবুল ইসলাম॥ এ বছর রাজবাড়ীর কালুখালী উপজেলায় ৫৭টি দুর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে। বর্তমানে পূজা মন্ডপগুলোতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। কারিগররা প্রতিমাগুলোতে রং-তুলির কাজে ব্যস্ত রয়েছে।
কালুখালী উপজেলার ৭টি ইউনিয়নের মধ্যে রতনদিয়া ইউনিয়নে ১০টি, কালিকাপুর ইউনিয়নের ৪টি, বোয়ালিয়া ইউনিয়নে ৭টি, মাজবাড়ী ইউনিয়নে ৫টি, মদাপুর ইউনিয়নে ১১টি, মৃগী ইউনিয়নে ১৪টি এবং সাওরাইল ইউনিয়নে ৬টি দুর্গা পূজা মন্ডপকে ঘিরেই উৎসবের আমেজ বিরাজ করছে। বাঙালী হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ এই ধর্মীয় উৎসব যাতে নির্বিঘেœ সম্পন্ন হতে পারে কালুখালী উপজেলা প্রশাসন, পুলিশ ও উপজেলা পূজা উদযাপন পরিষদ যাবতীয় প্রস্তুতি গ্রহণ করেছে।
উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক রণজয় কুমার বসু বলেন, প্রতিবারের মতো এবারও আমাদের উপজেলায় নির্বিগ্নে পূজা উদযাপিত হবে বলে আমরা আশাবাদী। এ জন্য আমরা প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করেছি।
কালুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল হাসান বলেন, এবারের দুর্গা পূজা নির্বিঘেœ উৎসবমুখর পরিবেশে উদযাপনের জন্য আমরা সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছি। সবগুলো পূজা মন্ডপে আনসার বাহিনীর সদস্য মোতায়েন এবং পুলিশের টহল থাকবে। কোন ধরনের অপ্রীতিকর অবস্থার সৃষ্টি হলে সাথে সাথে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!