॥দেবাশীষ বিশ্বাস॥ রাজবাড়ীর পাংশা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ লাবীব আব্দুল্লাহ্ গতকাল ২৯শে সেপ্টেম্বর দুপুরে বালিয়াকান্দি উপজেলার বিভিন্ন দুর্গা পূজা মন্ডপ পরিদর্শন করেন।
জামালপুর ইউনিয়নের ৪ শতাধিক প্রতিমার বৃহৎ দুর্গা পূজা মন্ডপ পরিদর্শনকালে তিনি নিরাপত্তা ব্যবস্থা নিয়ে পূজা কমিটির নেতৃবৃন্দের সাথে কথা বলেন। তিনি বলেন, আজ রাত থেকেই পূজা মন্ডপগুলোতে পুলিশী টহল ও নজরদারী থাকবে। তিনি পূজার বৃহৎ আয়োজন ও আয়োজকদের নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা দেখে সন্তোষ প্রকাশ করেন। এ সময় বালিয়াকান্দি থানার এসআই দিপন কুমার মন্ডল এবং পূজা কমিটির সভাপতি বিধান কুমার ভট্টাচার্য্য ও সাধারণ সম্পাদক গোবিন্দ বিশ্বাসসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বহরপুর ইউনিয়নের মহেশ্বরী দুর্গা পূজা মন্ডপের ১৪ হাত দৈর্ঘ্যরে দুর্গা প্রতিমার পূজার আয়োজন পরিদর্শন শেষে আয়োজকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের ভিন্নধর্মী এ আয়োজন দেখতে বিপুল দর্শনার্থী সমাগমের বিষয়টি মাথায় রেখে সে অনুযায়ী আপনাদের নিজস্ব স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখবেন। পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরাও আপনাদের নিরাপত্তায় কাজ করবে। এ সময় পূজা কমিটির সভাপতি মিথুন সেন ও সাধারণ সম্পাদক রাজীব দাসসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এই ২টি দুর্গা পূজা মন্ডপ ছাড়াও সহকারী পুলিশ সুপার মোঃ লাবীব আব্দুল্লাহ্ বালিয়াকান্দি উপজেলার বিভিন্ন ইউনিয়নের আরও কয়েকটি দুর্গা পূজা মন্ডপ পরিদর্শন করেন এবং আয়োজকদের সাথে নিরাপত্তা ব্যবস্থাসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন।