গতকাল ২৮শে সেপ্টেম্বর বিকাল সাড়ে ৩টায় রাজবাড়ী জেলা জজ আদালতের কনফারেন্স রুমে মাসিক পুলিশ-ম্যাজিস্ট্রেসী সভা অনুষ্ঠিত হয়। চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সৈয়দ আরাফাত হোসেনের সভাপতিত্বে সভায় জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটগণ, পুলিশ, বার এসোসিয়েশনের নেতৃবৃন্দ, পাবলিক প্রসিকিউটর এবং সিভিল সার্জন অফিস ও জেলা কারাগারসহ অন্যান্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সভায় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সৈয়দ আরাফাত হোসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে তাকে শুভেচ্ছা জানিয়ে বিচার বিভাগের বিভিন্ন সমস্যা ও তা নিরসনের উপায় নিয়ে আলোচনা করেন এবং রাজবাড়ী জেলার ন্যায় বিচার নিশ্চিতে উপস্থিত বিচারকবৃন্দ ও পুলিশ কর্মকর্তাগণসহ সকলকে দিক-নির্দেশনা প্রদান করেন -মাতৃকণ্ঠ।