Site icon দৈনিক মাতৃকণ্ঠ

দৌলতদিয়া থেকে আটকের পর ৫জন মাদকসেবীর ভ্রাম্যমাণ আদালতে জেল

॥এম.এইচ আক্কাছ॥ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজবাড়ী জেলা কার্যালয়ের একটি টিম গতকাল ২৬শে সেপ্টেম্বর দুপুরে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পতিতাপল্লী সংলগ্ন পোড়াভিটাসহ আশপাশের এলাকায় অভিযান চালিয়ে হেরোইন ও তাড়ি (খেজুর/তাল গাছের রস দিয়ে তৈরী নেশাজাতীয় পানীয়) সেবনরত অবস্থায় ৫ জন মাদকসেবীকে আটক করে।
এ সময় তাদের কাছ থেকে হেরোইন, হেরোইন সেবনের সরঞ্জাম ও ৩৫ লিটার তাড়ি উদ্ধার করা হয়। পরে তাদেরকে গোয়ালন্দ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুনের নিকট হাজির করা হলে তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে ২ জনকে ৬ মাসের এবং ৩ জনকে ৩ মাসের জেল দিয়ে কারাগারে প্রেরণ করেন।
সাজাপ্রাপ্তরা হলো ঃ গোয়ালন্দ পৌরসভার ৪ নং ওয়ার্ডের কুমড়াকান্দি এলাকার বেলায়েত মন্ডলের দুই ছেলে আঃ রশিদ মন্ডল (৩৮) ও শহিদ মন্ডল (৪৯), ৭ নং ওয়ার্ডের কাজী পাড়ার ইব্রাহীম মিয়ার ছেলে মুরাদ মিয়া (৩০), রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের বালিয়াচর গ্রামের আব্দুল বাতেন মুন্সির ছেলে রুবেল মুন্সি (২৮) ও খানখানাপুর ব্র্যাকপাড়ার উসমান গনির ছেলে আসাদুর রহমান হিমু (৪৫)।