॥এম.এইচ আক্কাছ॥ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজবাড়ী জেলা কার্যালয়ের একটি টিম গতকাল ২৬শে সেপ্টেম্বর দুপুরে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পতিতাপল্লী সংলগ্ন পোড়াভিটাসহ আশপাশের এলাকায় অভিযান চালিয়ে হেরোইন ও তাড়ি (খেজুর/তাল গাছের রস দিয়ে তৈরী নেশাজাতীয় পানীয়) সেবনরত অবস্থায় ৫ জন মাদকসেবীকে আটক করে।
এ সময় তাদের কাছ থেকে হেরোইন, হেরোইন সেবনের সরঞ্জাম ও ৩৫ লিটার তাড়ি উদ্ধার করা হয়। পরে তাদেরকে গোয়ালন্দ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুনের নিকট হাজির করা হলে তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে ২ জনকে ৬ মাসের এবং ৩ জনকে ৩ মাসের জেল দিয়ে কারাগারে প্রেরণ করেন।
সাজাপ্রাপ্তরা হলো ঃ গোয়ালন্দ পৌরসভার ৪ নং ওয়ার্ডের কুমড়াকান্দি এলাকার বেলায়েত মন্ডলের দুই ছেলে আঃ রশিদ মন্ডল (৩৮) ও শহিদ মন্ডল (৪৯), ৭ নং ওয়ার্ডের কাজী পাড়ার ইব্রাহীম মিয়ার ছেলে মুরাদ মিয়া (৩০), রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের বালিয়াচর গ্রামের আব্দুল বাতেন মুন্সির ছেলে রুবেল মুন্সি (২৮) ও খানখানাপুর ব্র্যাকপাড়ার উসমান গনির ছেলে আসাদুর রহমান হিমু (৪৫)।