॥ইউসুফ মিয়া॥ রাজবাড়ী সদর উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে গত ২৫শে সেপ্টেম্বর সকালে বানীবহ ইউনিয়ন পরিষদ চত্বরে ২০১৯-২০২০ আর্থিক সালে ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (২য় পর্যায়) এর আওতায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
রাজবাড়ী সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সাঈদ আহম্মেদের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বানীবহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ গোলাম মোস্তফা বাচ্চু। অন্যান্যের মধ্যে উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা রাশেদুল হক, মৎস্য অফিসের অফিস সহকারী ইয়াকুব আলী, বানীবহ ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আব্দুল হক মন্ডল দারোগ আলী প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় বানীবহ ইউনিয়নের মৎস্য চাষীরা উপস্থিত ছিলেন।