॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় আসন্ন শারদীয় দুর্গোৎসব উদযাপনে গত ২৬শে সেপ্টেম্বর সকালে উপজেলা প্রশানের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদের অডিটোরিয়ামে পাংশার এসিল্যান্ড ও ভারপ্রাপ্ত ইউএনও সাদীয়া শাহনাজ খানমের সভাপতিত্বে মতবিনিময় সভায় পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আহসান উল্লাহ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম, রাজবাড়ী জেলা পরিষদের সদস্য ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি রোটারীয়ান উত্তম কুমার কুন্ডু, পাংশা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ই¯্রাফিল হোসেন, পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নির্মল কুমার কুন্ডু ও পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও লিজা হেলথ কেয়ারের পরিচালক দীপক কুমার কুন্ডু প্রমূখ বক্তব্য রাখেন।
পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ বলেন, প্রতি বছরের ন্যায় এবারও উৎসবমূখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হবে। এবারও বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শনে যাবেন বলে উল্লেখ করেন তিনি।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আহসান উল্লাহ বলেন, শারদীয় দুর্গোৎসবে নিরাপত্তার জন্য পুলিশের সার্বিক প্রস্তুতি রয়েছে। কেহ কোনো বিশৃঙ্খলার চেষ্টা করলে তাৎক্ষণিকভাবে কঠোর হস্তে দমন করা হবে। প্রতিটি মন্দিরে স্বেচ্ছাসেবক কমিটি গঠন এবং নির্ধারিত সময়ে প্রতিমা বিসর্জনের গুরুত্বারোপ করেন তিনি।
সভাপতির বক্তব্যে পাংশার এসিল্যান্ড ও ভারপ্রাপ্ত ইউএনও সাদীয়া শাহনাজ খানম বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আসন্ন শারদীয় দুর্গোৎসবে সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্ত বজায় রাখতে হবে।
মতবিনিময় সভায় পাংশা পৌরসভার কাউন্সিলর লাবলু বিশ্বাস, উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন পূজামন্ডপের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।