॥স্টাফ রিপোর্টার॥ বাংলাদেশ স্কাউটস রাজবাড়ী জেলা রোভারের সম্পাদক পদে পুনরায় নির্বাচিত হয়েছেন আব্দুর রশিদ মিয়া।
গত ২৪ সেপ্টেম্বর বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ স্কাউটস রাজবাড়ী জেলা রোভারের ত্রি-বার্ষিক কাউন্সিল ও সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে আব্দুর রশিদ মিয়াকে এ পদে নির্বাচিত করা হয়।
এছাড়াও পদাধিকারবলে বাংলাদেশ স্কাউটস রাজবাড়ী জেলা রোভারের সভাপতি হয়েছেন জেলা প্রশাসক দিলসাদ বেগম। সাধারণ সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ মোবাশে^র হাসানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০১৭-১৮ শিক্ষাবর্ষে ঢাকা বিভাগের শ্রেষ্ট সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন আব্দুর রশিদ মিয়া।