॥স্টাফ রিপোর্টার॥ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শরীফুল ইসলামের নেতৃত্বে গতকাল ২৬শে সেপ্টেম্বর পাংশা উপজেলার হাটবনগ্রাম বাজারে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রির দায়ে হাটবনগ্রাম বাজারের সোনালী বীজ ভান্ডারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫১ ধারায় ৪ হাজার টাকা এবং অনুমোদন ছাড়া গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে মায়ের দোয়া হার্ডওয়্যারকে একই আইনের ৫২ ধারায় ২ হাজার টাকা জরিমানা করা হয়। জেলা স্যানিটারী ইন্সপেক্টর সূর্য কুমার প্রামানিক এবং জেলা পুলিশের একটি টিম অভিযানে সহযোগিতা করে। এছাড়াও অভিযানকালে কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন মেনে চলার পরামর্শ এবং লিফলেট-প্যাম্পলেট বিতরণ করা হয়।