॥রঘুনন্দন সিকদার॥ জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম বলেছেন, আওয়ামী লীগ এখন অনেক শক্তিশালী ও ঐক্যবদ্ধ দল। যারা দলের জন্য কাজ করবে তাদেরকে মূল্যায়ন করা হবে।
গতকাল ২৫শে সেপ্টেম্বর বিকালে বালিয়াকান্দি উপজেলার নবাবপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে নবাবপুর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মোঃ জিল্লুল হাকিম আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার দেশ ও জনগণের জন্য কাজ করে যাচ্ছে। সরকার বিধবা ভাতা, বয়ষ্ক ভাতা, মাতৃত্ব ভাতা, প্রতিবন্ধী ভাতা, ভিজিএফ-ভিজিডিসহ হতদরিদ্রদের ১০ টাকা কেজি দরে চাল দিচ্ছে। দুর্বার গতিতে দেশ এগিয়ে যাচ্ছে। চলমান উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত থাকলে কয়েক বছরের মধ্যেই আমাদের এই দেশ বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলায় পরিণত হবে।
নবাবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন মোল্লার সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হাসান আলীর পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রফেসর ফকরুজ্জামান মুকুট, সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম, বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য আব্দুল হান্নান মোল্লা, সিনিয়র সহ-সভাপতি ও বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক সামছুল আলম সুফি মিয়া, সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের সদস্য আব্দুস সাত্তার খান, যুগ্ম-সাধারণ সম্পাদক এহছানুল হাকিম সাধন, সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ হারুন, সনজিৎ রায়, বালিয়াকান্দি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম, উপজেলা শ্রমিক লীগের সভাপতি ইদ্রিস আলী ফকির এবং উপজেলা যুবলীগের আহ্বায়ক রাসেল খান রিজুসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্মেলনের দ্বিতীয় পর্বে নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হাসান আলীকে সাধারণ সম্পাদক, আবুূ জাফর খানকে সহ-সভাপতি এবং আব্দুল কুদ্দুসকে যুগ্ম-সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। সভাপতি পদে ৫ জন প্রার্থী থাকায় এবং সমঝোতা না হওয়ায় আগামী ১৫ দিনের মধ্যে বর্ধিত সভা করে সভাপতি নির্বাচিত করাসহ পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।
যারা দলের জন্য কাজ করবে তাদেরকে মূল্যায়ন করা হবে—এমপি জিল্লুল হাকিম
