॥রঘুনন্দন সিকদার॥ জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম বলেছেন, আওয়ামী লীগ এখন অনেক শক্তিশালী ও ঐক্যবদ্ধ দল। যারা দলের জন্য কাজ করবে তাদেরকে মূল্যায়ন করা হবে।
গতকাল ২৫শে সেপ্টেম্বর বিকালে বালিয়াকান্দি উপজেলার নবাবপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে নবাবপুর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মোঃ জিল্লুল হাকিম আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার দেশ ও জনগণের জন্য কাজ করে যাচ্ছে। সরকার বিধবা ভাতা, বয়ষ্ক ভাতা, মাতৃত্ব ভাতা, প্রতিবন্ধী ভাতা, ভিজিএফ-ভিজিডিসহ হতদরিদ্রদের ১০ টাকা কেজি দরে চাল দিচ্ছে। দুর্বার গতিতে দেশ এগিয়ে যাচ্ছে। চলমান উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত থাকলে কয়েক বছরের মধ্যেই আমাদের এই দেশ বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলায় পরিণত হবে।
নবাবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন মোল্লার সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হাসান আলীর পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রফেসর ফকরুজ্জামান মুকুট, সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম, বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য আব্দুল হান্নান মোল্লা, সিনিয়র সহ-সভাপতি ও বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক সামছুল আলম সুফি মিয়া, সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের সদস্য আব্দুস সাত্তার খান, যুগ্ম-সাধারণ সম্পাদক এহছানুল হাকিম সাধন, সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ হারুন, সনজিৎ রায়, বালিয়াকান্দি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম, উপজেলা শ্রমিক লীগের সভাপতি ইদ্রিস আলী ফকির এবং উপজেলা যুবলীগের আহ্বায়ক রাসেল খান রিজুসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্মেলনের দ্বিতীয় পর্বে নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হাসান আলীকে সাধারণ সম্পাদক, আবুূ জাফর খানকে সহ-সভাপতি এবং আব্দুল কুদ্দুসকে যুগ্ম-সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। সভাপতি পদে ৫ জন প্রার্থী থাকায় এবং সমঝোতা না হওয়ায় আগামী ১৫ দিনের মধ্যে বর্ধিত সভা করে সভাপতি নির্বাচিত করাসহ পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।