॥স্টাফ রিপোর্টার॥ র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি দল গত ২৪শে সেপ্টেম্বর রাতে রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার চাঁদপুর বাসস্ট্যান্ড থেকে রাসেল দেওয়ান (১৫) নামে হত্যা মামলার এক আসামীকে গ্রেফতার করেছে। সে কালুখালী উপজেলার পশ্চিম রতনদিয়া গ্রামের তাইজুল দেওয়ানের ছেলে।
র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের স্কোয়াড কমান্ডার (সহকারী পরিচালক) সহকারী পুলিশ সুপার দেবাশীষ কর্মকার জানান, গত ২০শে সেপ্টেম্বর সকালে ফরিদপুরের কোতয়ালী থানার পুলিশ সিএন্ডবি ঘাট এলাকা থেকে আকলিমা বেগম ওরফে সোনিয়া (৩০) নামের এক নারীর লাশ উদ্ধার করে। তিনি একই থানাধীন চরমাধবদিয়া জমাদ্দারডাঙ্গী গ্রামের বাসিন্দা ছিলেন। ওই ঘটনায় অজ্ঞাতনামা আসামী করে ফরিদপুর কোতয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। পুলিশের পাশাপাশি র্যাব মামলাটির ‘ছায়া তদন্ত’ শুরু করে। র্যাবের গোয়েন্দাদের তথ্যের ভিত্তিতে হত্যাকা-ের সাথে জড়িতদের মধ্যে রাসেল দেওয়ানকে শনাক্ত করার পর অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে ফরিদপুর র্যাব ক্যাম্পে নিয়ে আসা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ওই নারীর হত্যাকা-ে জড়িত থাকার কথা স্বীকার করে এবং তার তথ্যের ভিত্তিতে কালুখালীর মোহনপুর বাজার থেকে হত্যাকা-ে ব্যবহৃত একটি মাইক্রোবাস উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাইক্রোবাসসহ তাকে ফরিদপুর কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।