॥রফিকুল ইসলাম॥ রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন গতকাল ২৫শে সেপ্টেম্বর সুরাজ মোহিনী ইনস্টিটিউট স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক অরূপ দত্ত হলি, প্রচার ও প্রকাশনা সম্পাদক এডঃ সফিকুল হোসেন সফিক, উপ-দপ্তর সম্পাদক নূর মোহাম্মদ ভুঁইয়া, সদস্য ও খানখানাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম লাল, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রমজান আলী খান, সাধারণ সম্পাদক শেখ ওয়াহিদুজ্জামান ওহিদ, দপ্তর সম্পাদক কাওছারুল ফেরদৌস, অন্যান্যের মধ্যে যুবলীগ নেতা ও রাজবাড়ী পৌরসভার ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর আলমগীর শেখ তিতু, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাতক সাইফুল ইসলাম এরশাদ, স্থানীয় আওয়ামী লীগ নেতা নব কুমার দত্ত্ প্রমুখ বক্তব্য রাখেন। সম্মেলনে সভাপতিত্ব করেন খানখানাপুর ইউনিয়ন আওয়ামী লীগের বিদায়ী কমিটির সভাপতি হাবিবুর রহমান হবি এবং পরিচালনা করেন বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক আমির হোসেন মোল্লা। এ সময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্মেলনের দ্বিতীয় পর্বে ভোটাভুটির মাধ্যমে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। সভাপতি পদে বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক আমির হোসেন মোল্লা চেয়ার প্রতীকে ১২৪ ভোট পেয়ে নির্বাচিত হন। সভাপতি পদে অন্য ২ জন প্রতিদ্বন্দ্বীর মধ্যে বিদায়ী কমিটির সভাপতি হাবিবুর রহমান হবি দোয়াত-কলম প্রতীকে ৬৮ ভোট এবং বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন মিয়া বাস প্রতীকে ৪৮ ভোট পান। অপরদিকে সাধারণ সম্পাদক পদে ফরহাদ হোসেন নান্নু তালা প্রতীকে ৯৩ ভোট পেয়ে নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে অন্য ৪ জন প্রতিদ্বন্দ্বীর মধ্যে সাঈদুজ্জামান সাগর ফুটবল প্রতীকে ৮৩, হারুনুর রশীদ আম প্রতীকে ৪০, নব কুমার দত্ত কলস প্রতীকে ২৩ এবং রেজাউল করিম রেজু ৩ (!) ভোট পান। নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকগণ পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন।