॥স্টাফ রিপোর্টার॥ পদ্মা নদীর ভাঙনের কবল থেকে রাজবাড়ী শহরের গোদার বাজার এলাকা ও শহর রক্ষা বেরী বাঁধ বাঁচানোর দাবীতে মানববন্ধন করা হয়েছে।
গতকাল ২৫শে সেপ্টেম্বর সকালে শহরের গোদার বাজার সংলগ্ন পদ্মানদীর পাড়ে স্থানীয় এলাকাবাসী ও রাজবাড়ী শহর রক্ষা বাঁধ কমিটির উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে রাজবাড়ী নদী বাঁচাও আন্দোলন কমিটির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সোহেল, সাংগঠনিক সম্পাদক মাহাবুবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আলামিন মোস্তফা, রাজবাড়ী শহর রক্ষা বাঁধ কমিটির সভাপতি মেহেদী হাসান কবীর, আলিফ ওয়াসকোরনী প্রমুখ বক্তব্য দেন।
বক্তারা বলেন, প্রতি বছর নদীর পাড় ও বেরী বাঁধ রক্ষার নামে কোটি কোটি বরাদ্দ আসলেও নদী পাড়ের মানুষের কোন উপকারে আসে না। ফলে রাজবাড়ীতে গত কয়েক বছরে হাজার হাজার একর জমি ও বাড়ী ঘর নদী গর্ভে বিলীন হয়ে অনেকেই নিঃস্ব হয়ে গেছেন। নদী ভাঙন ও বেরী বাঁধ রক্ষার জন্য স্থায়ী সমাধান চান তারা।
উল্লেখ্য, গত কয়েকদিনে পদ্মা নদীতে পানি বৃদ্ধি ও তীব্র ¯্রােতে রাজবাড়ী শহরের গোদার বাজার এলাকাসহ বিভিন্ন স্থানে নতুন করে নদী ভাঙন দেখা দিয়েছে। গোদার বাজার এলাকায় জিও ব্যাগ ফেলে ভাঙন রোধের চেষ্টা করা হলেও প্রয়োজনের তুলনায় খুবই কম ও কাজের ধীরগতি রয়েছে বলে অভিযোগ স্থানীয়দের।