॥স্টাফ রিপোর্টার॥ ওয়ালটন কোম্পানীর নতুন বিক্রয় পলিসি গ্রুপ সেলস নিয়ে কোম্পানীর নিজস্ব শোরুম ওয়ালটন প্লাজা-রাজবাড়ী’র উদ্যোগে গত ২৪শে সেপ্টেম্বর বিকালে ধুঞ্চি আটাশ কলোনীতে এক সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারে কোম্পানীর বিভিন্ন সেলস গ্রুপের সদস্যদের মধ্যে কোম্পানীর গ্রুপ সেলস এর সুবিধা নিয়ে আলোচনা করা হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওয়ালটনের ক্রেডিট এন্ড রিকভারী ডিপার্টমেন্টের সহকারী পরিচালক হুমায়ন কবির খান হিমু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওয়ালটন গ্রুপের কুষ্টিয়া জোনের এরিয়া ম্যানেজার অজিত কুমার দাস, ক্রেডিট ডিপার্টমেন্টের আনিসুজ্জামান, বাংলা ভিশন টিভি ও দৈনিক সংবাদের রাজবাড়ী জেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক এম. দেলোয়ার হোসেন, সাংবাদিক আসিফ মাহমুদ, ধুঞ্চি আটাশ কলোনী এলাকার সমাজসেবক মওলা বক্স এবং আব্দুল কাদের। সেমিনারে সভাপতিত্ব করেন ওয়ালটন প্লাজা-রাজবাড়ী’র ম্যানেজার মোঃ রেজাউল করিম।
সেমিনারের প্রধান বক্তা হুমায়ন কবির খান হিমু ওয়ালটন গ্রুপের বিভিন্ন পণ্যের বিষয়ে আলোচনা করেন এবং ওয়ালটনের পণ্য ক্রয়ে সকলকে উদ্বুদ্ধ করেন। সেমিনারে ওয়ালটনের ২ শতাধিক গ্রুপ সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।