॥শেখ মামুন॥ রাজবাড়ীতে বাল্য বিবাহ ও মাদকদ্রব্যের অপব্যবহার প্রতিরোধ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
এনজিও ব্যুরো বাংলাদেশের উদ্যোগে গতকাল ২৪শে সেপ্টেম্বর সকালে রাজবাড়ী সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এই সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক দিলসাদ বেগম এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ ইমদাদুল হক বিশ্বাস। সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাঈদুজ্জামান খান। সেমিনারে বাল্য বিবাহ ও মাদকদ্রব্যের অপব্যবহার প্রতিরোধ সম্পর্কে আলোচনা করা হয়।