Site icon দৈনিক মাতৃকণ্ঠ

জীবনের শেষ দিন পর্যন্ত মানুষ হওয়ার চেষ্টা করে যেতে হবে—জেলা প্রশাসক দিলসাদ বেগম

॥চঞ্চল সরদার॥ রাজবাড়ী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ২০১৬ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ছাত্রীদের বিদ্যালয়ের পক্ষ থেকে সংবর্ধণা প্রদান করা হয়েছে।
গতকাল ২৩শে সেপ্টেম্বর সকাল ১০টায় বিদ্যালয়ের মিলনায়তনে এই সংবর্ধণা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক দিলসাদ বেগম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, সিভিল সার্জন ডাঃ মোঃ মাহফুজার রহমান সরকার এবং অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) মোবাশ্বের হাসান। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অমরেশ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহবুবা আক্তার, রাজবাড়ী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ আব্দুল হামিদ প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন রাজবাড়ী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের দুই ছাত্রী কুইন ও সিফাত তানজিলা তুলি।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক দিলসাদ বেগম বলেন, যখন কৃতী শিক্ষার্থীদের সংবর্ধণা দেওয়া হয় তখন তারা উৎসাহ পায়। সামনে এগিয়ে যাওয়ার শক্তি, অনুপ্রেরণা পায়। প্রাইমারীতে শিক্ষার্থীরা খুব ছোট থাকে। তখন তারা কিছুই বোঝে না। কিন্তু যখন হাই স্কুলে পড়ে তখন তার অনেক কিছু বোঝার ক্ষমতা হয়। স্কুলের দায়িত্ব থাকে তাদেরকে সত্যিকারের মানুষ হিসেবে গড়ে তোলার। আমি আমার ছোটবেলা থেকে এই পর্যন্ত শুধু চেষ্টা করেছি একজন মানুষ হওয়ার জন্য। এখনো, এই বয়সেও আমি সেই চেষ্টা করে যাচ্ছি। যতদিন বেঁচে আছি ততদিনই এই চেষ্টা করে যাবো। আমি তোমাদের কাছেও সেই প্রত্যাশা করবো। জীবনের শেষ দিন পর্যন্ত মানুষ হওয়ার চেষ্টা করতে হবে।
অনুষ্ঠানে ২০১৬ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১৪৭ জন কৃতী ছাত্রীকে ফুল ও ক্রেস্ট দিয়ে সংবর্ধণা প্রদান করা হয়।