বুধবার, ১৪ মে ২০২৫, ০৭:৫০ অপরাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

জীবনের শেষ দিন পর্যন্ত মানুষ হওয়ার চেষ্টা করে যেতে হবে—জেলা প্রশাসক দিলসাদ বেগম

  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৯

॥চঞ্চল সরদার॥ রাজবাড়ী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ২০১৬ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ছাত্রীদের বিদ্যালয়ের পক্ষ থেকে সংবর্ধণা প্রদান করা হয়েছে।
গতকাল ২৩শে সেপ্টেম্বর সকাল ১০টায় বিদ্যালয়ের মিলনায়তনে এই সংবর্ধণা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক দিলসাদ বেগম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, সিভিল সার্জন ডাঃ মোঃ মাহফুজার রহমান সরকার এবং অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) মোবাশ্বের হাসান। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অমরেশ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহবুবা আক্তার, রাজবাড়ী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ আব্দুল হামিদ প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন রাজবাড়ী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের দুই ছাত্রী কুইন ও সিফাত তানজিলা তুলি।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক দিলসাদ বেগম বলেন, যখন কৃতী শিক্ষার্থীদের সংবর্ধণা দেওয়া হয় তখন তারা উৎসাহ পায়। সামনে এগিয়ে যাওয়ার শক্তি, অনুপ্রেরণা পায়। প্রাইমারীতে শিক্ষার্থীরা খুব ছোট থাকে। তখন তারা কিছুই বোঝে না। কিন্তু যখন হাই স্কুলে পড়ে তখন তার অনেক কিছু বোঝার ক্ষমতা হয়। স্কুলের দায়িত্ব থাকে তাদেরকে সত্যিকারের মানুষ হিসেবে গড়ে তোলার। আমি আমার ছোটবেলা থেকে এই পর্যন্ত শুধু চেষ্টা করেছি একজন মানুষ হওয়ার জন্য। এখনো, এই বয়সেও আমি সেই চেষ্টা করে যাচ্ছি। যতদিন বেঁচে আছি ততদিনই এই চেষ্টা করে যাবো। আমি তোমাদের কাছেও সেই প্রত্যাশা করবো। জীবনের শেষ দিন পর্যন্ত মানুষ হওয়ার চেষ্টা করতে হবে।
অনুষ্ঠানে ২০১৬ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১৪৭ জন কৃতী ছাত্রীকে ফুল ও ক্রেস্ট দিয়ে সংবর্ধণা প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!