॥বালিয়াকান্দি প্রতিনিধি॥ রাজবাড়ী জেলা মহিলা পরিষদের আয়োজনে গতকাল ২৩শে সেপ্টেম্বর বিকালে বালিয়াকান্দি উপজেলা উদীচী শিল্পী গোষ্ঠীর কার্যালয়ে সংগঠনের কর্মকান্ডের গুণগতমান বৃদ্ধির লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জেলা মহিলা পরিষদের সভাপতি লাইলী নাহারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সবিতা চন্দের সঞ্চালনায় সভায় জেলা শাখার সদস্য নমিতা দাস, স্বপ্না ভক্ত, বালিয়াকান্দি উপজেলা শাখার সভাপতি বাসন্তী স্যান্যাল, সাধারণ সম্পাদক আকলিমা সাঈদ, বহরপুর ইউনিয়ন শাখার সভাপতি রোমানা কবির, সাধারণ সম্পাদক নিপা সাহা প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় মহিলা পরিষদের বালিয়াকান্দি উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।