॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের গোয়ালন্দ মোড় ব্রাকপাড়া থেকে ইয়ার আলী শেখ প্রামানিক (৪৫) নামে এক ট্রাক ড্রাইভার ৪মাস ধরে নিখোঁজ রয়েছেন। ইয়ার আলী ওই গ্রামের মৃত বাছের প্রামানিকের ছেলে। তিনি ৩সন্তানের জনক। এ ঘটনায় নিখোঁজের ছোট ভাই শাহজাহান প্রামানিক (৩৫) গত ১৮ই সেপ্টেম্বর রাজবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। যার জিডি নং-১১৩০।
জানা যায়, ইয়ার আলী আন্তঃজেলা ট্রাক ড্রাইভার ছিলেন। ৪মাস আগে তিনি বাড়ী থেকে বের হয়ে নিখোঁজ হোন। এরপর থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পাওয়া যায়নি। এমনকি তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে। ইয়ার আলীর সাথে দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে প্রভাবশালী এক প্রতিবেশীর বিরোধ ছিল। এ বিরোধের জের ধরে ওই প্রভাবশালী ব্যক্তি তাকে প্রাণনাশের হুমকি দিতো। তবে কি কারণে ইয়ার আলী নিখোঁজ হয়েছে সে বিষয়ে নিশ্চিত নন পরিবারের লোকজন। তিনি জীবিত আছেন নাকি মারা গেছেন এমন প্রশ্নে শংকিত রয়েছেন পরিবারের লোকজন।