॥রঘুনন্দন সিকদার॥ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল ২৩শে সেপ্টেম্বর দুপুরে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে ‘টেকসই উন্নয়ন অভীষ্ট ২০৩০ এর ৪ নং লক্ষ্য অর্জনে মানসম্মসত শিক্ষা বাস্তবায়ন’ শীর্ষক মতবিনিময় সভা ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক দিলসাদ বেগম। বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার ইশরাত জাহানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিেেসব উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম, অন্যান্যের মধ্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী এজাজ কায়সার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাসরিন সুলতানা, কোমরদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিরুপম চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক দিলসাদ বেগম বলেন, এসডিজি বা টেকসই উন্নয়ন অভীষ্টের লক্ষ্যমাত্রা অর্জনে মানসম্মত শিক্ষার কোন বিকল্প নাই। শিক্ষার সাথে সংশ্লিষ্টদের শিক্ষার্থীদের ঠিকমতো পড়াতে হবে। পড়াশোনার পাশাপাশি তাদের নিয়মিত খেলাধুলার ব্যবস্থাও করতে হবে।
আলোচনা পর্বের শেষে বালিয়াকান্দি উপজেলার বিভিন্ন প্রাইমারী স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা ও খেলাধুলার উপকরণ (স্কুল ব্যাগ, ফুটবল খেলার বুট প্রভৃতি) বিতরণ করা হয়।