সোমবার, ০৫ মে ২০২৫, ১০:৪৭ অপরাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

রাজবাড়ী জেলা কৃষক লীগের সভায় সংগঠনের সম্মেলনের বিষয়ে আলোচনা

  • আপডেট সময় সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৯

॥চঞ্চল সরদার॥ রাজবাড়ী জেলা কৃষক লীগের এক সভা গতকাল ২২শে সেপ্টেম্বর বেলা ১১টায় জেলা অওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের বিভিন্ন ইউনিটের সম্মেলনের বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
জেলা কৃষক লীগের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু বককার খানের পরিচালনায় সভায় রাজবাড়ী সদর উপজেলা শাখার যুগ্ম-আহ্বায়ক ছবদার শেখ, সদস্য সচিব আলাউদ্দিন আলাল, বালিয়াকান্দি উপজেলা শাখার আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, পাংশা উপজেলা শাখার আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা রোকনুজ্জামান বকুল, গোয়ালন্দ উপজেলা শাখার সদস্য সচিব হাবিবুর রহমান, গোয়ালন্দ পৌর কৃষক লীগের সদস্য সচিব লিটন আলী, জেলা শাখার সদস্য রাজু আহমেদ, মোহাম্মদ আলী মৃধা, আঃ কাদের মুন্সি, মাইনুদ্দিন সরদার, দুলাল শেখ, মুনির খান, আজিজ মল্লিক, মেহেদী হাসান সোহাগ, গৌতম কুমার সাহা প্রমুখ বক্তব্য রাখেন।
সভাপতির বক্তব্যে জেলা কৃষক লীগের সভাপতি আবুল কালাম আজাদ বলেন, আগামী ৩০শে অক্টোবরের মধ্যে জেলা, উপজেলা ও ইউনিয়ন শাখার সম্মেলন সম্পন্ন করার জন্য কেন্দ্রের থেকে আমাদেরকে চিঠি দিয়ে নির্দেশনা দেয়া হয়েছে। সে অনুযায়ী যথাযথভাবে সম্মেলনগুলো করতে হবে। প্রতিটি সম্মেলনের মাধ্যমে সঠিক নেতৃত্বকে তুলে আনতে হবে।
তিনি আরও বলেন, আমরা যারা কৃষক লীগ করি তাদেরকে কৃষকদের বিপদে-আপদে পাশে দাঁড়াতে হবে। আমাদের বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের সোনাডাঙ্গা গ্রামে একটা সড়ক আছে। সেই সড়ক দিয়ে কৃষকদের পণ্য পরিবহনে ব্যাপক সমস্যা হয়। একটু বৃষ্টি হলেই সেখান দিয়ে আর যাতায়াত করা যায় না। আমরা চাই দ্রুত রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেয়া হোক। রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের বাগমারায় মহাসড়কের পাশে অবস্থিত সাগর এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বর্জ্যরে কারণে ওই এলাকার শত শত বিঘা জমির ফসল নষ্ট হচ্ছে। মিল থেকে যে বর্জ্য বের হয় তা সরাসরি মানুষের ফসলের ক্ষেতে যায়। এভাবে চলতে পারে না। আমরা কৃষকদের যে ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণ চাইবো। প্রয়োজন হলে এই ২টি বিষয়ে আমরা আন্দোলনে যাবো।
জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আবু বককার খান বলেন, আমরা যার যার জায়গা থেকে কৃষক লীগ সংগঠনের জন্য কাজ করবো। কে কি পেলো সেটা না ভেবে আমরা আমাদের জায়গা থেকে সংগঠনের জন্য কাজ করে যাবো। যারা সংগঠনের জন্য কাজ করবে না তারা আগামী সম্মেলনে কোন পদ পাবে না। আর যারা মাঠে কাজ করবে তাদেরকে যথাযথভাবে মূল্যায়ন করা হবে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!