॥কাজী তানভীর মাহমুদ॥ ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানী (ওজোপাডিকো)তে কর্মরত পিচরেট শ্রমিকদের চাকুরী স্থায়ীকরণের দাবীতে রাজবাড়ীতে এক সভা অনুষ্ঠিত হয়েছে।
ওজোপাডিকো পিচরেট শ্রমিক কল্যাণ সমিতি, রাজবাড়ী জেলা শাখার আয়োজনে গতকাল ২১শে সেপ্টেম্বর বেলা ১২টায় রেলওয়ে শ্রমিক লীগের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ আলতাফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ তৈয়বুর রহমান রাসেল, কার্যকরী সভাপতি মোঃ ইলিয়াস, উপদেষ্টা মোঃ কুদ্দুস শেখ, ফরিদপুর সার্কেলের সাবেক সভাপতি শুকুর আলী শরীফ এবং রাজবাড়ী জেলা শাখার উপদেষ্টা কাজী শাহজাহান।
সংগঠনের রাজবাড়ী জেলা শাখার সভাপতি আবুল কালাম শেখের সভাপতিত্বে এবং ফরিদপুর সার্কেল কমিটির সাধারণ সম্পাদক মোঃ শাহিন মোল্লা রিংকুর সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে জেলা শাখার সহ-সভাপতি দেবাশীষ রায়, সাংগঠনিক সম্পাদক নিয়ামুল কবির রকি, পাংশা উপজেলা কমিটির সদস্য মোঃ জিয়াউর রহমান জিয়া প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তাগণ ওজোপাডিকোতে কর্মরত পিচরেট শ্রমিকদের চাকরী অবিলম্বে স্থায়ীকরণের দাবী জানান। রাজবাড়ী, পাংশা, মধুখালী, ফরিদপুর ও খুলনার ৭০ জন পিচরেট শ্রমিক সভায় উপস্থিত ছিলেন।