॥রঘুনন্দন সিকদার॥ বালিয়াকান্দি উপজেলা প্রশাসন ও পরিষদের আয়োজনে গত ১৪ই এপ্রিল বাঙালীর প্রাণের উৎসব বাংলা নববর্ষ উদযাপিত হয়েছে।
পহেলা বৈশাখের প্রথম প্রহরে মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ।
শোভাযাত্রাটি উপজেলা কমপ্লে¬ক্সের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে এস.এ চৌধুরী মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার এইচ.এম রকিব হায়দারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত যুগ্ম-সচিব মোঃ গোলাম রহমান মিঞা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান হারুন অর রশিদ মানিক, মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সাখওয়াত হোসেন, প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মনিরুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মতিন ফেরদৌস, বালিয়াকান্দি থানার ইন্সপেক্টর(তদন্ত) মোঃ আবুল কালাম ভূইয়া, সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নায়েব আলী শেখ প্রমুখ। আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান-নৃত্য পরিবেশন করে স্থানীয় শিল্পীরা।