॥ইউসুফ মিয়া॥ রাজবাড়ী শহরের শ্রীপুর হোসনাবাদে আঞ্চলিক মহাসড়কের পাশে বালু স্তুপ করে রেখে ব্যবসা করার দায়ে ২জন অবৈধ চাতাল মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
গতকাল ১৮ই সেপ্টেম্বর বিকালে রাজবাড়ী জেলা প্রশাসনের ২জন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রফিকুল ইসলাম এবং মোঃ মহিউদ্দিন এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
জরিমানা হওয়া অবৈধ বালুর চাতাল মালিকরা হলো ঃ ওই এলাকার মোক্তার হোসেন ও ইব্রাহীম। তাদের মধ্যে মোক্তার হোসেনকে ৫০ হাজার টাকা এবং ইব্রাহীম মিয়াকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। ১৮৬০ সালের দন্ডবিধি আইনের ২৯১ ধারা মোতাবেক তাদেরকে এই জরিমানা করা হয়।
জানা গেছে, গতকাল বুধবার বিকাল ৫টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রফিকুল ইসলাম এবং মোঃ মহিউদ্দিন একদল আনসার সদস্যের সহযোগিতায় বালু ভর্তি ৩টি ১০ চাকার ট্রাকসহ জরিমানা হওয়া অবৈধ চাতাল মালিক ২জন এবং ভেকু ও ট্রাকের ড্রাইভারসহ ৮/১০ জনকে আটক করে ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে অবৈধ চাতাল মালিক ২জনকে ৭৫হাজার টাকা জরিমানা করার পর তারা জরিমানার অর্থ পরিশোধ করলে তাদেরকে মুক্তি দেওয়া হয়।
সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মহিউদ্দিন জানান, শ্রীপুর হোসনাবাদ এলাকার মহাসড়কের পার্শ্ববর্তী অবৈধ বালুর চাতালের মালিকদেরকে ৩দিন আগে চাতালগুলো অপসারণের নির্দেশ দেয়া হয়েছিল। কিন্তু সেই নির্দেশ না মানায় ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে তাদেরকে এই জরিমানা করা হয়। অবৈধ সকল বালুর চাতালগুলোকে আগামী ২০শে সেপ্টেম্বর সকাল ৮টার মধ্যে বালু অপসারণ করার নির্দেশ দেয়া হয়েছে। অন্যথায় সমস্ত বালু জব্দ করাসহ অবৈধ চাতালের সাথে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ব্যাপারে জরিমানা হওয়া অবৈধ বালুর চাতালের মালিক মোক্তার হোসেন ও ইব্রাহীমের কাছ থেকে মুচলেকা আদায় করে রাখা হয়েছে। এ সময় জেলা ট্রাক ও কভার্ড ভ্যান ড্রাইভার্স ইউনিয়নের সভাপতি নজরুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।