॥এম.এইচ আক্কাছ॥ রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সদ্য অনুষ্ঠিত নির্বাচনোত্তর বিজয় উল্লাস করার সময় মদ পান করে বেহায়াপনার দায়ে ৩জনকে আটক করে ১৫দিনের জেল দিয়েছে ভ্রাম্যমান আদালত।
সাজাপ্রাপ্তরা হলো ঃ চর দৌলতদিয়া নূরু মন্ডলের পাড়ার হারুন শেখের ছেলে রবিন শেখ(২৫), শাহাজদ্দিন বেপারীর পাড়ার মৃত আক্কাছ আলী শেখের ছেলে রনি শেখ(১৯) এবং সোহরাব মন্ডলের পাড়ার মোসলেম শেখের ছেলে হামজা শেখ(২০)।
জানা গেছে, নির্বাচনে নিজেদের সমর্থিত প্রার্থীরা বিজয়ী হওয়ার উল্লাসে গত ১৭ই সেপ্টেম্বর রাত ১১টার দিকে তারা দৌলতদিয়া ইউনিয়নের বিভিন্ন রাস্তায় মদ পান করে গানের তালে তালে অশ্লীল নাচ ও বেহায়াপনা করার সময় ভ্রাম্যমান আদালত তাদের আটক করে। এরপর ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গোয়ালন্দ উপজেলার সহকারী কমিশনার(ভূমি) আব্দুল্লাহ আল মামুন তাদের প্রত্যেককে ১৫দিনের জেল দিয়ে জেলা কারাগারে প্রেরণ করেন।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন জানান, সাজাপ্রাপ্তরা বিজয় উল্লাসে মেতে উঠে বেহায়াপনা করছিল। এ সময় তাদেরকে আটক করে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ের দন্ডবিধির সংশ্লিষ্ট ধারায় প্রত্যেককে ১৫দিনের জেল দিয়ে কারাগারে পাঠানো হয়।