॥কাজী তানভীর মাহমুদ॥ এনজিও এফডিপি’র আয়োজনে দুই দিনব্যাপী ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক শিক্ষা কর্মী প্রশিক্ষণ শুরু হয়েছে। গতকাল ১৮ই সেপ্টেম্বর সকাল ১০টায় রাজবাড়ী শহরস্থ সংস্থার কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণের উদ্বোধন করেন সিভিল সার্জন ডাঃ মোঃ মাহফুজার রহমান সরকার।
এফডিপি’র নির্বাহী পরিচালক পুষ্প মারিয়া ঘরামীর সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে শহর সমাজসেবা অফিসার মাজহারুল ইসলাম, সিভিল সার্জনের কার্যালয়ের সহকারী পরিসংখ্যান অফিসার সঞ্জয় কুমার সরকার, জেলা স্যানিটারী ইন্সপেক্টর সূর্য কুমার প্রামানিক, এফডিপি’র প্রশাসনিক কর্মকর্তা মানিক কুমার ঘোষ প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তাগণ বলেন, যে কোন রোগে আক্রান্ত হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। বর্তমান সময়ে ডেঙ্গু একটি আলোচিত বিষয়। এটি এক ধরনের ভাইরাস জনিত জ্বর, যা স্ত্রী প্রজাতীর এডিস মশার মাধ্যমে ছড়ায়। এই মশাবাহিত রোগ প্রতিরোধে ঘর-বাড়ী পরিষ্কার রাখতে হবে, আশপাশে জমে থাকা পানি ফেলে দিতে হবে। ঘুমানোর সময় অবশ্যই মশারী ব্যবহার করতে হবে। প্রশিক্ষণে যে সকল কর্মীরা অংশ নিয়েছেন তারা জনগণের মধ্যে এ সকল বার্তা পৌঁছে দিয়ে সকলকে সচেতন করবেন। দুই দিনব্যাপী এই ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক শিক্ষা কর্মী প্রশিক্ষণে সংস্থার ৩৭জন মাঠকর্মী অংশ নিয়েছেন।