মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ০৭:৩৭ অপরাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

এফডিপি’র আয়োজনে দুই দিনব্যাপী ডেঙ্গু সচেতনতা বিষয়ক কর্মী প্রশিক্ষণ

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৯

॥কাজী তানভীর মাহমুদ॥ এনজিও এফডিপি’র আয়োজনে দুই দিনব্যাপী ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক শিক্ষা কর্মী প্রশিক্ষণ শুরু হয়েছে। গতকাল ১৮ই সেপ্টেম্বর সকাল ১০টায় রাজবাড়ী শহরস্থ সংস্থার কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণের উদ্বোধন করেন সিভিল সার্জন ডাঃ মোঃ মাহফুজার রহমান সরকার।
এফডিপি’র নির্বাহী পরিচালক পুষ্প মারিয়া ঘরামীর সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে শহর সমাজসেবা অফিসার মাজহারুল ইসলাম, সিভিল সার্জনের কার্যালয়ের সহকারী পরিসংখ্যান অফিসার সঞ্জয় কুমার সরকার, জেলা স্যানিটারী ইন্সপেক্টর সূর্য কুমার প্রামানিক, এফডিপি’র প্রশাসনিক কর্মকর্তা মানিক কুমার ঘোষ প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তাগণ বলেন, যে কোন রোগে আক্রান্ত হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। বর্তমান সময়ে ডেঙ্গু একটি আলোচিত বিষয়। এটি এক ধরনের ভাইরাস জনিত জ্বর, যা স্ত্রী প্রজাতীর এডিস মশার মাধ্যমে ছড়ায়। এই মশাবাহিত রোগ প্রতিরোধে ঘর-বাড়ী পরিষ্কার রাখতে হবে, আশপাশে জমে থাকা পানি ফেলে দিতে হবে। ঘুমানোর সময় অবশ্যই মশারী ব্যবহার করতে হবে। প্রশিক্ষণে যে সকল কর্মীরা অংশ নিয়েছেন তারা জনগণের মধ্যে এ সকল বার্তা পৌঁছে দিয়ে সকলকে সচেতন করবেন। দুই দিনব্যাপী এই ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক শিক্ষা কর্মী প্রশিক্ষণে সংস্থার ৩৭জন মাঠকর্মী অংশ নিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!