Site icon দৈনিক মাতৃকণ্ঠ

আমিরাতের ব্যবসায়ীরা বাংলাদেশের ৫টি ই-জেডসহ নতুন প্রকল্পে বিনিয়োগ করবে

॥আরব আমিরাত থেকে ওবায়দুল হক মানিক॥ বর্তমান সময়ে বাংলাদেশ বিদেশী বিনিয়োগের জন্য উপযুক্ত ও চমৎকার জায়গা। তথ্য-প্রযুক্তিসহ নানা ধরনের সুযোগ-সুবিধা তৈরী আর দ্রুত ব্যবসা বান্ধব সিদ্ধান্ত গ্রহণের ব্যবস্থা নেয়ায় বাংলাদেশ এখন বিদেশী বিনিয়োগের জন্য আকর্ষণীয় জায়গা হয়ে উঠেছে।
আমেরিকা, ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো এবং জাপানসহ বিভিন্ন দেশ বাংলাদেশে বিনিয়োগ করছে।
গত ১৫ই সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক নগরী দুবাইয়ে বাংলাদেশ ইকোনোমিক ফোরাম আয়োজিত ব্যবসা ও বিনিয়োগ সম্মেলনে এসব কথা উঠে আসে। এ সময় দুবাইয়ের কিছু বনেদী ব্যবসায়ী গ্রুপ বাংলাদেশে বিনিয়োগের ব্যাপারে তাদের আগ্রহের কথা প্রকাশ করেন এবং ১০০০ কোটি মার্কিন ডলার বিনিয়োগের ঘোষণা দেন।
দুবাইয়ের বিনিয়োগকারীদের সামনে বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে ১০টি সুবিধা তুলে ধরেন প্রধানমন্ত্রীর বেসরকারী শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।
তিনি জানান, ব্যবসা-বাণিজ্যের প্রসারে এরই মধ্যে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ-বিডা তাদের ওয়ান স্টপ সার্ভিস দেয়া শুরু করেছে, যার সুফল ব্যবসায়ীরা খুব সহজেই নিতে পারবেন।