বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৫:৪৩ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

নিউইয়র্কে হিউম্যান সাপোর্ট কর্পোরেশনের উদ্যোগে বিনামূল্যে ফ্লু ভ্যাকসিন প্রদান

  • আপডেট সময় মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৯

॥নিউইয়র্ক প্রতিনিধি॥ ‘মানুষ মানুষের জন্য’-শ্লোগানকে সামনে রেখে মানবাধিকার সংস্থা ‘হিউম্যান সাপোর্ট কর্পোরেশন’-এর উদ্যোগে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জ্যাকসন হাইটসে গত ১৫ই সেপ্টেম্বর বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত ৭ম টিকাদান কর্মসূচীর দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে টিকাদান কর্মসূচীর উদ্বোধন করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি আব্দুল আজিজ, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সদস্য শাহানারা রহমান, নিমসের সত্ত্বাধিকারী শামসুদ্দোহা, ইউএসএ নিউজ অনলাইন ও মুক্তকণ্ঠ পত্রিকার সম্পাদক শাখাওয়াত হোসেন সেলিম, এটিএনের যুক্তরাষ্ট্রের প্রধান বার্তা সম্পাদক কানু দত্ত, এনটিভি’র যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পুলক মাহমুদ, কর্মসূচীর আয়োজক হিউম্যান সাপোর্ট কর্পোরেশনের সভাপতি ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রবাসী কল্যাণ সম্পাদক মোঃ সোলায়মান আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
বিভিন্ন বয়সী প্রবাসী বাংলাদেশী ও বিদেশীরা বিনামূল্যে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের প্রতিষেধক টিকা গ্রহণ করেন। টিকাদান কার্যক্রম পরিচালনা করেন হিউম্যান সাপোর্ট কর্পোরেশনের ভারপ্রাপ্ত সেক্রেটারী তপন কুমার সেন।
ওয়ালগ্রীন ফার্মেসীর ম্যানেজার ফার্মাসিস্ট কারতিজা সাহা ভ্যাকসিনগুলো স্পন্সর ও নিজেই পুশ করেন। সার্টিফায়েড ফার্মেসী টেকনিশিয়ান হাসিনা আক্তার তাকে সহায়তা করেন।
উল্লেখ্য, সিজনাল ফ্লু থেকে রক্ষা পেতে হিউম্যান সাপোর্ট কর্পোরেশনের উদ্যোগে ৭ম বারের মতো এই টিকাদান কর্মসূচী অনুষ্ঠিত হলো।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!