বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ১১:৫৮ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

পাংশার উদয়পুর উচ্চ বিদ্যালয়ে মুক্তিযোদ্ধা রাজ্জাকের স্মরণ সভা

  • আপডেট সময় রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৯

॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলার যশাই ইউপির উদয়পুর উচ্চ বিদ্যালয়ে গতকাল ১৪ই সেপ্টেম্বর দুপুরে বিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা, এলাকার কৃতি সন্তান মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাকের স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
উদয়পুর উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে স্মরণ সভায় মরহুম আব্দুর রাজ্জাকের জীবন ও কর্মের উপর আলোচনা করেন রাজবাড়ী জেলা পরিষদের সদস্য মুক্তিযোদ্ধা শেখ শাজাহান আলী, অধ্যক্ষ বিকাশ চন্দ্র বসু, মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম পাকু, মুক্তিযোদ্ধা আব্দুস সালাম সাদী, মুক্তিযোদ্ধা মোস্তফা আনোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, পাংশা সরকারী কলেজের প্রভাষক আবু সাঈদ নুরুল হুদা, সোনালী ব্যাংকের অবসরপ্রাপ্ত এজিএম মোঃ মসলেম উদ্দিন, মরহুম আব্দুর রাজ্জাকের সহোদর ছোট ভাই মোঃ আজিজুল ইসলাম ও মোঃ আনিসুর রহমান প্রমূখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উদয়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল আলম।
অনুষ্ঠানে ইউপি মেম্বার দরুদ আলী, স্থানীয় আওয়ামী লীগ নেতা মোঃ আব্দুস সোবাহান, সাংবাদিক মোঃ মোক্তার হোসেন, উদয়পুর উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, শিক্ষকবৃন্দ ও স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোঃ আব্দুল হামিদ।
উল্লেখ্য, মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক(৭৫) গত ১২ই সেপ্টেম্বর রাত ১১টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বার্ধক্যজনিত ও নানা জটিল রোগে আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। পরদিন ১৩ই সেপ্টেম্বর বিকেলে হাবাসপুর ইউপির চরঝিকড়ী পশ্চিমপাড়া ও উদয়পুর ঈদগাহ মাঠে জানাজার নামাজ শেষে স্থানীয় গোরস্থানে মরহুমের রাষ্ট্রিয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!