॥পাংশা প্রতিনিধি॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলা মহিলা পরিষদের উদ্যোগে গত শুক্রবার পাংশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় বৈশাখী মঞ্চে বাংলা নববর্ষ বরণ উৎসব-১৪২৪ অনুষ্ঠিত হয়েছে।
সকাল ৬টায় পাংশা উপজেলা মহিলা পরিষদের সাবেক সভাপতি, পাংশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষিকা ও পাংশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বৈশাখী মঞ্চের প্রতিষ্ঠাতা মরহুমা মাহফুজা খাতুনের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে ১মিনিট নিরবতা পালনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু করা হয় এবং বৈশাখী অনুষ্ঠানটি তার প্রতি উৎসর্গ করাসহ তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে মহিলা পরিষদের সকল নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ কালো ব্যাজ ধারণ করেন।
পাংশা উপজেলা মহিলা পরিষদের সভাপতি সাহিদা রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ফরিদ হাসান ওদুদ, পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নজরুল ইসলাম নজরুল, পাংশা পৌরসভার মেয়র আব্দুল আব্দুল আল মাসুদ বিশ্বাস, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা আহমেদ, রাজবাড়ী জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা খান আব্দুল হাই, ডেপুটি এ্যাটর্নী জেনারেল এ্যাডভোকেট ফরহাদ আহমেদ, রাজবাড়ী জেলা পরিষদের মেম্বার ও বিশিষ্ট ব্যবসায়ী উত্তম কুন্ডু, পাংশা পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র(২) লাবলু বিশ্বাস, পাংশা উপজেলা শিক্ষা কল্যাণ ট্রাষ্টের সাধারণ সম্পাদক উদয়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামছুল আলম ও পাংশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মতিয়ার রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে কবিতা আবৃত্তি, নৃত্য ও র্যাম শো পরিবেশন করেন পাংশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা। বৈশাখী ও বর্ষবরণ সংগীত পরিবেশন করেন পাংশা শিল্পকলা একাডেমীর শিক্ষক মৃত্যঞ্জয় পাঠকসহ অন্যান্য শিল্পীবৃন্দ। অনুষ্ঠান উপস্থাপনা করেন পাংশা উপজেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক দিল রওশন আরা কাকলী ও শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক নুরজাহান পারভীন।
অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুর রাজ্জাক, মুক্তিযোদ্ধা অধ্যক্ষ এস.এম কায়কোবাদ, আইডিয়াল গার্লস কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল মান্নান, পাংশা উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শাহ মোঃ রকিবুল ইসলাম শামীম, মোঃ ফজলুল হক খান, পাংশা পৌরসভার সংরক্ষিত ২নং ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র রাশিদা ইয়াসমীন, জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ইদ্রিস আলী বাবু, পাংশা প্রেসক্লাবের সভাপতি মোঃ মোক্তার হোসেন, বুলু মন্ডল, মহিলা পরিষদের সায়মা আলম পাপড়ী, রওশন আরা মন্টু, তহমিনা মোস্তফা, নাজমা কায়কোবাদ, আলেয়া পারভীন, রেহানা পরভীন ও আন্না ইতিসহ মহিলা পরিষদের নেতৃবৃন্দ ও স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন। শেষে বর্নাঢ্য শোভাযাত্রা বের করা হয়।