॥স্টাফ রিপোর্টার॥ মহান মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারের উপদেষ্টা, গণতন্ত্র, সমাজতন্ত্র ও সাম্যবাদ প্রতিষ্ঠার লড়াকু সৈনিক ন্যাশনাল আওয়ামী পাটির(ন্যাপ) সভাপতি অধ্যাপক মোজাফফর আহমেদ স্মরণে রাজবাড়ীতে নাগরিক শোক সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১৩ই সেপ্টেম্বর বিকেলে রাজবাড়ী শহরের ১নং রেলগেট এলাকায় বটতলায় এ স্মরণ সভার আয়োজন করা হলেও বৃষ্টির কারণে শোক সভাটি পৌর মিলিনিয়াম মার্কেটের নিচতলায় অনুষ্ঠিত হয়।
নাগরিক শোক সভা উদযাপন কমিটির আহ্বায়ক আব্দুস সাত্তার মিয়ার সভাপতিত্বে শোকসভায় জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, পৌর মেয়র মহম্মদ আলী চৌধুরী, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি আব্দুস সামাদ মিয়া, নাগরিক শোক সভা উদযাপন কমিটির যুগ্ম-আহ্বায়ক মোঃ ওয়াজিউল্লাহ মন্টু, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি আব্দুল হালিম বাবু ও সাবেক সভাপতি এজাজ আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন। শোক সভা উপস্থাপনা করেন নাগরিক শোকসভা উদযাপন কমিটির সদস্য সচিব আবুল কালাম।
বক্তারা সদ্য প্রয়াত বরেণ্য নেতা অধ্যাপক মোজাফফর আহমদের জীবনের ওপর স্মৃতিচারণ করেন।