॥স্টাফ রিপোর্টার॥ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা, ফগার মেশিন দিয়ে এডিস মশা নিধন ওষুধ স্প্রে ও পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে রাজবাড়ী পৌরসভা।
গতকাল ১২ই সেপ্টেম্বর সকালে রাজবাড়ী সরকারী টেকনিক্যাল স্কুল ও কলেজে এ কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক দিলসাদ বেগম।
এ সময় রাজবাড়ী পৌরসভার মেয়র মহম্মদ আলী চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোহাম্মদ আশেক হাসান, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এস এম আব্দুল হান্নান, রাজবাড়ী সরকারী টেকনিক্যাল স্কুল ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাজ্জাদ হোসেন মৃধা ও পৌরসভার ৫নং ওয়ার্ডের কাউন্সিলর কাজী মাহাতাব উদ্দিন তৌহিদ প্রমুখ বক্তব্য রাখেন।
পরে শিক্ষার্থীদের মধ্যে লিফলেট বিতরণ ও ফগার মেশিন দিয়ে এডিস মশা নিধনের ওষুধ স্প্রে করা হয়।
পৌর মেয়র মহম্মদ আলী চৌধুরী জানান, পৌরসভায় একশত’র অধিক পরিচ্ছন্নতা কর্মী আছে। এরপরও এই অভিযান চলাকালে আরো কিছু পরিচ্ছন্নতা কর্মী বাইরে থেকে এনে আমরা নিয়োগ দিয়েছি। কাজ করার জন্য নিয়োজিত করেছি। সুতরাং পরিচ্ছন্নতা কর্মীর অভাব নাই। এই জায়াগায় যে পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রম শুরু করেছি তাতে ১২০ এর অধিক পরিচ্ছন্ন কর্মী আছে। অবশ্য পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রম আগেই শুরু হয়েছে এবং বিভিন্ন ওয়ার্ডে চলছেও। এ কার্যক্রম অব্যাহত থাকবে।