॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মহিউদ্দিন এবং মোঃ হাবিবুল্লাহ’র নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালতের অভিযানে সদর উপজেলার বাগমারা বাজারের ১জন করে হোটেল, ওষুধ ও মুদী দোকানীকে ৬হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল ১২ই সেপ্টেম্বর বিকালে তারা এই ভ্রাম্যমান অভিযান পরিচালনা করেন। অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় বাগমারা বাজারের অনিক হোটেল, শহিদুল মেডিসিন স্টোর ও শাজাহান মুদি স্টোরের মালিককে ১৫শত, ২৫শত ও ২ হাজার টাকা জরিমানা করা হয়।
জেলা স্যানিটারী ইন্সপেক্টর সূর্য কুমার প্রামানিক এবং আনসার সদস্যদের একটি দল অভিযানে সহায়তা করে। অভিযানের সময় সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম উপস্থিত ছিলেন।