॥আরব আমিরাত থেকে ওবায়দুল হক মানিক॥ প্রধান নির্বাচন কমিশনার(সিইসি) কে.এম নূরুল হুদা বলেছেন, বিশ্বের উন্নত দেশগুলোর মতো বাংলাদেশের স্মার্ট আইডি কার্ড দিয়ে সকল কাজ করা যাবে। প্রবাসীরা যাতে সহজে স্মার্ট আইডি কার্ড পেতে পারে সে জন্য কর্তৃপক্ষ প্রবাসীদের দোরগোড়ায় আসবে।
গত ৯ই সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতের দুবাইস্থ বাংলাদেশের কনস্যুলেটের সভা কক্ষে প্রবাসী বাংলাদেশীদের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
সভার শুরুতে এনআইডির বিভিন্ন দিক নিয়ে প্রবাসীদের উদ্দেশ্যে কথা বলেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ ইমরান। দুবাই কনস্যুলেটের কনসাল জেনারেল মোহাম্মদ ইকবাল হোসেন খানের সভাপতিত্বে ও দূতালয় প্রধান প্রবাস লামারংয়ের পরিচালনায় অনুষ্ঠানে প্রবাসীরা প্রধান নির্বাচন কমিশনারকে স্মার্ট আইডি কার্ড নিয়ে বিভিন্ন প্রশ্ন করেন।
সিইসি কে.এম নূরুল ইসলাম বলেন, প্রবাসীদের সুবিধা প্রদানের জন্য প্রতি দূতাবাসে জাতীয় পরিচয়পত্রের একটি টিম পাঠানো হবে। রোহিঙ্গাদের পাসপোর্ট পাওয়া নিয়ে যে বিতর্কের সৃষ্টি করেছে সেটি যেন জাতীয় পরিচয়পত্রের ক্ষেত্রে না ঘটে সে ব্যাপারে দেশপ্রেমিক প্রবাসীদেরও সহযোগিতা লাগবে।