মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ১১:১২ অপরাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

পাংশা উপজেলায় ৪৮তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

  • আপডেট সময় বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০১৯

॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় গত ৯ই সেপ্টেম্বর বিকেলে পাংশা জর্জ সরকারী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ৪৮তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।
জানা যায়, ফুটবল প্রতিযোগিতায়(ছাত্র) পাংশা জর্জ সরকারী উচ্চ বিদ্যালয় ২-০ গোলে বহলাডাঙ্গা উচ্চ বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
ছাত্রীদের ফুটবল প্রতিযোগিতায় পাংশা বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন ও ডাঃ আব্দুল কাদের বালিকা দাখিল মাদরাসা রানার্সআপ হয়।
ছাত্রদের হ্যান্ডবল প্রতিযোগিতায় কাজী আব্দুল মাজে একাডেমী চ্যাম্পিয়ন ও এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠ রানার্সআপ হয়।
ছাত্রীদের হ্যান্ডবল প্রতিযোগিতায় পাংশা বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন ও ডাঃ আব্দুল কাদের বালিকা দাখিল মাদরাসা রানার্সআপ হয়।
ছাত্রদের কাবাডি প্রতিযোগিতায় কাজী আব্দুল মাজেদ একাডেমী চ্যাম্পিয়ন ও পাংশা জর্জ সরকারী উচ্চ বিদ্যালয় রানার্সআপ হয়।
ছাত্রদের বড় দলের ১০০ মিটার সাঁতার (মুক্ত সাঁতার) প্রতিযোগিতায় বাগদুলী উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির বাবলু শেখ ১ম, কাজী আব্দুল মাজেদ একাডেমীর ১০ম শ্রেণির আকাশ শেখ ২য়, চীৎ সাঁতারে কাজী আব্দুল মাজেদ একাডেমীর ৮ম শ্রেণির রুহান ১ম ও বাগদুলী উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির মনিরুল ইসলাম ২য়, বুক সাঁতারে বাগদুলী উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির রাব্বি সরদার ১ম ও হাবাসপুর কেরাজ উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির মানিক হোসেন ২য়, প্রজাপতি সাঁতারে বাগদুলী উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির রাব্বি সরদার ১ম ও পাংশা জর্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির সাব্বির হোসেন ২য়, ২০০ মিটার মুক্ত সাঁতারে বাগদুলী উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির বাবলু শেখ ১ম ও একই স্কুলের ৮ম শ্রেণির রনি হাসান ২য় স্থান লাভ করে।
সাঁতার মধ্যম দলের ১০০ মিটার মুক্ত সাঁতারে বাগদুলী উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির মুন্না শেখ ১ম, পাংশা জর্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির রোকন সরকার ২য়, ৫০ মিটার চীৎ সাঁতারে কাজী আব্দুল মাজেদ একডেমীর ৭ম শ্রেণির সোহান ১ম, হাবাসপুর কেরাজ উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ওবায়দুল ২য়, বুক সাঁতারে হাবাসপুর কেরাজ উচ্চ বিদ্যালয়ের ওবায়দুল ১ম, পাংশা জর্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির রোকন সরদার ২য়, প্রজাপতি সাঁতারে বাগদুলী উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির সাকিব হাসান ১ম ও একই স্কুলের একই শ্রেণির জিদান সরদার ২য় স্থান লাভ করে।
গত সোমবার বিকেলে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে পাংশা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস.এম নাসিম আখতার, মাছপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সফুরা খাতুন, পাংশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শান্তনা দাস, উদয়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল আলম, কাজী আব্দুল মাজেদ একাডেমীর প্রধান শিক্ষক মুহাম্মদ শাহাদত আলী, পাংশা জর্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাশেদা খাতুনসহ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও ক্রীড়া শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টে চ্যাম্পিয়ন, রানার্সআপ দলসহ ব্যক্তিগত ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
এছাড়া অতিথিবৃন্দ, স্থানীয় সাংবাদিক ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের পুরস্কৃত করা হয়। অনুষ্ঠান উপস্থাপনা করেন কাজী আব্দুল মাজেদ একাডেমীর সহকারী শিক্ষক মোঃ ফিরোজ হোসেন।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!