॥রফিকুল ইসলাম॥ দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটের ৫টি ফেরী অচল অবস্থায় পাটুরিয়ার ভাসমান কারখানায় পড়ে আছে। শাহজালাল, খান জাহান আলী, কাবেরী, হাসনা হেনা ও বনলতা নামের ফেরীগুলোর মেরামত কাজ কবে নাগাদ সম্পন্ন হবে তা কেউ বলতে পারছে না।
ফেরী সংকটের কারণে দৌলতদিয়া ঘাটে প্রায়ই যানজটের সৃষ্টি হচ্ছে। এ জন্য পুলিশ দৌলতদিয়া ঘাটের প্রায় ১২ কিলোমিটার দূরের গোয়ালন্দ মোড়ে মালভর্তি ট্রাক আটকে রাখছে। ঘাটে যানবাহনের সংখ্যা কমলে সেগুলোকে ছাড়া হচ্ছে। পদ্মা নদীতে পানি কমে যাওয়ায় দৌলতদিয়ার ১নং ফেরী ঘাটটি বন্ধ রয়েছে। ড্রেজিং করার পর ঘাটটি চালু করা হবে।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট কার্যালয়ের এজিএম মোঃ জিল্লুর রহমান জানান, বর্তমানে ছোট-বড় ১৩টি ফেরী দিয়ে এই রুটের যানবাহন পারাপার করা হচ্ছে।