॥রফিকুল ইসলাম॥ রাজবাড়ী পৌর জাতীয় দ্বি-বার্ষিক সম্মেলন গতকাল ৬ই সেপ্টেম্বর সন্ধ্যায় জেলা জাতীয় পার্টির কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির আহ্বায়ক এডঃ খোন্দকার হাবিবুর রহমান বাচ্চু। সভাপতিত্ব করেন রাজবাড়ী পৌর জাতীয় পার্টির সভাপতি আসাদুজ্জামান চাঁদ এবং পরিচালনা করেন পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক কে.এ রাজ্জাক মেরিন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা জাতীয় পার্টির আহ্বায়ক এডঃ খোন্দকার হাবিবুর রহমান বাচ্চু বলেন, হুসেইন মুহম্মদ এরশাদ ছিলেন সফল রাষ্ট্রনায়ক। তিনি বাংলাদেশের উন্নয়নের রূপকার। উন্নয়নের স্বার্থে ও জনগণের সুবিধার্থে তিনি মহকুমাগুলোকে জেলায় উন্নীত করেন। জেলা পরিষদ ও উপজেলা পরিষদ তিনিই গঠন করেন। রাজবাড়ী শহর রক্ষা বেড়িবাঁধ তিনিই তৈরী করেছিলেন। তার আদর্শে উদ্বুদ্ধ হয়ে জাতীয় পার্টির নেতাকর্মীকে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করতে হবে।
সম্মেলনে সমঝোতার মাধ্যমে আসাদুজ্জামান চাঁদকে পুনরায় সভাপতি, কে.এ রাজ্জাক মেরিনকে পুনরায় সাধারণ সম্পাদক ও আমিনুল হক বাবুলকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়। তারা পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন।
জেলা শ্রমিক পার্টির সভাপতি আক্কাস আলী বাবু, সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি রতন সরকার, সাধারণ সম্পাদক সার্জেন্ট(অবঃ) আব্দুল মান্নান, সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান ও প্রচার সম্পাদক আব্দুল মোতালেবসহ জাতীয় পার্টি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।