॥চঞ্চল সরদার॥ প্যারাডাইস এসোসিয়েশন নামের একটি সংগঠনের উদ্যোগে রাজবাড়ীতে হুফফাজুল কোরআনের উদ্বোধন করা হয়েছে।
গতকাল ৬ই সেপ্টেম্বর সকাল ১০টায় রাজবাড়ী সরকারী কলেজের মসজিদে উদ্বোধন অনুষ্ঠানে সংগঠনের সভাপতি বেলগাছী মুসলিম মিশন এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসার ভারপ্রাপ্ত মুহতামিম হাফেজ মাওলানা মোঃ সিয়াম হুসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী পৌরসভার মেয়র মহম্মদ আলী চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে রাজবাড়ী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী খান, বিনোদপুর হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা মোঃ আলাউদ্দিন, জেলা ইমাম কমিটির সাধারণ সম্পাদক মাওলানা মোফাজ্জেল হোসেন আব্বাসী, অংকুর কলেজিয়েট স্কুলের ধর্মীয় শিক্ষক হাফেজ মাওলানা আব্দুল হাই প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তাগণ বলেন, প্যারাডাইস এসোসিয়েশন অরাজনৈতিক ও অলাভজনক একটি স্বেচ্ছাসেবী সমাজকল্যণমূলক সংস্থা। এর উদ্দেশ্য পবিত্র কোরআনের শিক্ষা ও আদর্শের আলোকে হাফেজদেরকে সুসংগঠিত করে আর্থ-সামাজিক উন্নতি ও উৎকর্ষ সাধন করা।
অনুষ্ঠান সঞ্চালনা করেন প্যারাডাইস এসোসিয়েশনের উপদেষ্টা মুহাঃ শাহজাহান সিদ্দিক। এ সময় সংগঠনের সহ-সভাপতি হাফেজ মোঃ শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাফেজ মোঃ রফিকুল ইসলাম এবং কোষাধ্যক্ষ হাফেজ মোঃ মোবারক হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এই সংগঠনের উদ্যোগে হাফেজরা প্রতিমাসে একবার রাজবাড়ী সরকারী কলেজের মসজিদে একত্রিত হয়ে কোরআন তেলাওয়াত করবেন।