॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কসবামাজাইল ইউপির চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান খানের ছোট ভাই মোঃ রাজ্জাক খান(৩৮) গত ৪ঠা সেপ্টেম্বর রাত পৌনে ৮টার দিকে পাংশা-কসবামাজাইল সড়কের রূপিয়াট মাদরাসার অদূরে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে রাজধানী ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি হয়েছেন।
গত বুধবার রাতে পাংশা শহরস্থ তার ব্যবসায়িক প্রতিষ্ঠান মদিনা ক্লিনিক থেকে মোটর সাইকেল চালিয়ে কসবামাজাইলে নিজ বাড়িতে ফেরার পথে ঢাকা-খুলুমবাড়ী ঘাট সড়কে চলাচলকারী রাবেয়া পরিবহনের একটি গাড়ী তাকে পেছন থেকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। আহত রাজ্জাক খানের মুখের সামনের ৩টি দাঁত, কলারবর্ণ ও বুকের হাড় ভাঙ্গাসহ মাথা ও শরীরের বিভিন্ন স্থানে ক্ষত হয়েছে। আহত রাজ্জাক খানের ঘনিষ্ট মোঃ ইউসুফ শেখ এ তথ্য নিশ্চিত করেন।
জানা যায়, রূপিয়াট মাদরাসার অদূরে সড়কে ক্ষতিগ্রস্ত মোটর সাইকেল ও গুরুতর আহত অবস্থায় রাজ্জাক খানকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা তার পরিবারকে খবর দেয়। পরিবার ও ঘনিষ্টজনরা দ্রুত ঘটনাস্থল থেকে তাকে পাংশা শহরের নিজ ব্যবসায়িক প্রতিষ্ঠান মদিনা ক্লিনিকে নিয়ে যায়। সেখানে তার প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে রাতেই রাজধানী ঢাকার পঙ্গু হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত রাজ্জাক খানের সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন কসবামাজাইল ইউপির চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান খান।