॥চঞ্চল সরদার॥ রাজবাড়ীর পুলিশ লাইন্স নতুন বাজারের বালিয়াকান্দি সড়কে নাফিজ ডিজাইন এন্ড ফার্নিচারের দোকান উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে গতকাল ৩রা সেপ্টেম্বর বিকাল ৫টায় মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ মাহফিলে নাফিজ ডিজাইন এন্ড ফার্নিচারের প্রোপ্রাইটর আজিবর শেখ, ভবানীপুর মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা রোকন উদ্দিন, নাফিজ ডিজাইন এন্ড ফার্নিচারের মেশিন ইঞ্জিনিয়ার মোস্তফা কামাল, তোরাফ হোসেন, দুলাল মন্ডল ও শেখ আব্দুুল্লাহ হাশেমসহ নতুন বাজারের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। মিলাদ মাহফিল পরিচালনা করেন নতুন বাজার ১নং পৌর কবরস্থান জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আরিফুজ্জামান খান।
দোকানের প্রোপ্রাইটর আজিবর শেখ জানান, সেখানে ঈ.ঘ.ঈ মেশিন দ্বারা সকল প্রকার কাঠের দরজা, খাট, আলমগীর, ওয়ারড্রপ, গ.উ.ঋ মেলামাইন, জালি ইত্যাদি দ্বারা ২উ ও ৩উ নকশা তৈরী এবং যাবতীয় ফার্নিচার পাইকারী ও খুচরা বিক্রি করা হবে।