মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ০৬:১৯ অপরাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

প্রথম আলো’র রাজবাড়ী বন্ধুসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে অভিযান

  • আপডেট সময় মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০১৯

॥স্টাফ রিপোর্টার॥ প্রথম আলো রাজবাড়ী বন্ধুসভার উদ্যোগে গত রবিবার সকালে ডেঙ্গু প্রতিরোধে অভিযান পরিচালনা করা হয়েছে। ‘আমাদের দায়িত্ববোধ ডেঙ্গু করি প্রতিরোধ’ প্রতিপাদ্য সামনে রেখে সকাল ১০টা থেকে শুরু হওয়া অভিযান দুপুরে শেষ করা হয়।
জেলা আওয়ামীলীগের কার্যালয় এলাকা, দুই নম্বর পৌর মিলেনিয়াম মার্কেট, শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়, আজাদী ময়দান, দৃষ্টি প্রতিবন্দী শিশুদের হোস্টেল, রাজবাড়ী হোমিওপ্যাথিও কলেজ ও ইয়াছিন উচ্চ বিদ্যালয় অভিযান পরিচালনা করা হয়।
কার্যক্রম পরিচালনা উপলক্ষে শহরের এক নম্বর পৌর মিলেনিয়াম মার্কেটে বন্ধুসভার বন্ধুরা সমবেত হয়। এরপর জেলা আওয়ামী লীগের কার্যালয় এলাকা দিয়ে অভিযান শুরু করা হয়। এ সময় রাজবাড়ী সভার সভাপতি সহকারী অধ্যাপক শামীমা আক্তার মুনমুন, সহ-সভাপতি ইয়াছিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদা খানম, শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম, নারী বিষয়ক সম্পাদক জেলা পরিষদের সদস্য কহিনুর বেগম, সাবেক সহ-সভাপতি সহকারী শিক্ষক তপন কুমার পাল, সাবেক অনুষ্ঠান বিষয়ক সম্পাদক চায়না রানী সাহা, আইনজীবী আবদুস সাত্তার, সাংগঠনিক সম্পাদক কাত্তিক চন্দ্র দাস, সাহিত্য বিষয়ক সম্পাদক আশিফ মাহমুদ, যুগ্ম-সাধারণ সম্পাদক পিয়াল মাহমুদ, অর্থ সম্পাদক রিদয় খান রিমন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম, আশরাফুল প্লাবন, নৃত্য শিল্পী জামাল শেখ, ভয়েচ অব রাইচের কোষাধ্যক্ষ কল্লোল দাসসহ সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। শুরুতে স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর রাজবাড়ী প্রতিনিধি এজাজ আহম্মেদ।
ওষুধ ও যন্ত্র দিয়ে সহযোগিতা করেন রাজবাড়ী পৌর মেয়র মহম্মদ আলী চৌধুরী। অভিযান শুরুর আগে ডেঙ্গু প্রতিরোধ নিয়ে সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!