॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী শহরের দক্ষিণ শ্রীপুর এলাকা থেকে গত ৩০শে আগস্ট রাত সাড়ে ১০টার দিকে ৭শ গ্রাম গাঁজাসহ রুনা(৩০) নামে এক মহিলা মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি’র একটি দল।
গ্রেফতারকৃত রুনা বিনোদপুর লোকোসেড এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী মোহাম্মদ আলীর স্ত্রী।
রাজবাড়ী ডিবি’র ওসি জিয়ারুল ইসলাম জানান, রুনা পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে রাজবাড়ী থানায় ৬টি মামলা রয়েছে। এর মধ্যে ৫টি মাদক আইনে। এরপরও সে মাদক ব্যবসা করে আসছিল। গত ৩০শে আগস্ট রাতে আমাদের কাছে খবর আসে দক্ষিণ শ্রীপুর এলাকায় মাদকের একটি চালান নিয়ে সে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে রাত সাড়ে ১০টার দিকে দক্ষিণ শ্রীপুর দেলোয়ার মাষ্টারের বাড়ীর সামনে থেকে একটি শপিং ব্যাগ হাতেরত অবস্থায় তাকে গ্রেফতার করা হয়। এরপর ওই ব্যাগের মধ্যে থেকে ৭শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এ বিষয়ে রুনার বিরুদ্ধে রাজবাড়ী থানায় মাদক আইনে আরো একটি মামলা দায়ের করা হয়েছে। গতকাল ৩১শে আগস্ট আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।