॥চঞ্চল সরদার॥ রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের নয়নদিয়া যুব সংঘ আয়োজিত মাদক বিরোধী মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ৩১শে আগস্ট বিকালে নয়নদিয়া মধ্যপাড়া মাঠে এই ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় তরুণ সংঘ দল ১-০ গোলে সেভেন স্টার দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
বিজয়ী দলের খেলোয়াড় পলাশ মন্ডল ম্যান অব দ্যা ম্যাচ এবং একই দলের খেলোয়াড় সরদার প্রামানিক ম্যান অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হন।
এছাড়া টাইগার একাদশ দলের খেলোয়াড় রবিন প্রামানিক টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা নির্বাচিত হন।
খেলা শেষে হাজী আব্দুল মালেক, সাবেক ইউপি সদস্য মোখলেছুর রহমান মাছেম, ইউনিয়ন জাসাসের সভাপতি আমিন উদ্দিন আচু ও সাবেক ফুটবলার আব্দুল লতিফ বিশ্বাসসহ অন্যান্য অতিথিগণ পুরষ্কার হিসেবে চ্যাম্পিয়ন দলের হাতে ১টি ২১ ইঞ্চি রঙিন টেলিভিশন এবং রানার্স আপ দলের হাতে ১টি ১৪ ইঞ্চি রঙিন টেলিভিশন তুলে দেন।
এ সময় আয়োজকদের মধ্যে সবুজ মন্ডল, সিদ্দিক প্রামানিক, হিরণ প্রামানিক, আসলাম মন্ডল, বক্কার শেখ, কুদ্দুস শেখ, আতাউর প্রামানিক, জাহিদ মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২৩শে আগস্ট থেকে শুরু হওয়া এই মিনি ফুটবল টুর্নামেন্টে স্থানীয় ৬টি দল অংশগ্রহণ করে। প্রতিটি দলের খেলোয়াড় ছিল ৬ জন করে। গোল পোস্টগুলোও ছিল ছোট। খেলার নির্ধারিত সময় ছিল দুই অর্ধে ২৫ মিনিট করে মোট ৫০ মিনিট।