॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা শহরে প্রতিষ্ঠিত কাজী আব্দুল মাজেদ একাডেমীর ৫০জন অস্বচ্ছল মেধাবী ছাত্র-ছাত্রীর মাঝে গতকাল ৩১শে আগস্ট সকালে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত আঞ্চলিক কার্যালয় ফরিদপুর কর্তৃক প্রদত্ত টিফিন বক্স(দুদকের মনোগ্রাম ও সততাই শক্তি, একতাই বল-সুস্থ দেহে সুন্দর মন নামাঙ্কিত) বিতরণ করা হয়।
পাংশা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে পাংশা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ও পাংশা সরকারী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মোঃ তৈয়েবুর রহমান, পাংশা-কালুখালী উপজেলা শিক্ষা কল্যান ট্রাস্টের সাধারণ সম্পাদক ও উদয়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শামসুল আলম, কাজী আব্দুল মাজেদ একাডেমীর প্রধান শিক্ষক মুহাম্মদ শাহাদত আলী ও সাংবাদিক মোঃ মোক্তার হোসেন প্রমূখ বক্তব্য রাখেন। উপস্থাপনা করেন কাজী আব্দুল মাজেদ একাডেমীর সিনিয়র সহকারী শিক্ষক মোঃ মনজুর রহমান মিঞা।
অনুষ্ঠানে বক্তারা নৈতিকতা, সততা, দেশপ্রেম ও আদর্শ মানুষ হিসেবে নিজেদেরকে গড়ে তুলতে সচেষ্ট থাকার আহবান জানান। সেই সাথে মাদকমুক্ত সুন্দর পরিবেশ বজায় রাখতে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
অনুষ্ঠানে কাজী আব্দুল মাজেদ একাডেমী পরিচালনা কমিটির উপদেষ্টা কাজী আসকার দানিয়েল সিপার, স্থানীয় পৌর কাউন্সিলরের প্রতিনিধি আব্দুর রাজ্জাক রাজা, একাডেমীর অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।