॥চঞ্চল সরদার॥ বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), রাজবাড়ী জেলা শাখার এক বর্ধিত সভা গতকাল ৩১শে আগস্ট দুপুরে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
জেলা সিপিবির সভাপতি আব্দুস সামাদ মিয়ার সভাপতিত্বে সভায় সিপিবির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য রফিকুজ্জামান লায়েক, জেলা সিপিবির সাবেক সভাপতি ও জেলা ক্ষেত মজুর সমিতির সভাপতি আবুল কালাম, জেলা সিপিবির সাধারণ সম্পাদক এডঃ বাবন চক্রবর্তী, জেলা কৃষক সমিতির সভাপতি আব্দুস ছাত্তার মন্ডল, সাধারণ সম্পাদক সুকুমার সরকার, জেলা সিপিবির সদস্য মুজিব আলম বকুল, আবুল কালাম আজাদ, সৌমেন দাস ভরত, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি আব্দুল হালিম বাবু প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় সিপিবির সাংগঠনিক কার্যক্রম জোরদার করাসহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।